সংবাদ বিজ্ঞপ্তি:
দেশে এখন প্রতি মুহুর্তে কোথাও না কোথাও মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। অনেক ক্ষেত্রেই মানুষ ন্যায় বিচার পাচ্ছে না। নারী ও শিশু ধর্ষিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে। যখন তখন দ্রব্যমূল্য বৃদ্ধি যেনো অত্যন্ত স্বাভাবিক ঘটনা। প্রচুর অর্থ খরচ করেও মানুষ সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। হত্যা, খুন, ধর্ষণ, পর্ণোগ্রাফি, দখলবাজি, মাদকব্যবসা ইত্যাদির সংবাদ এখন যেনো আমাদের গা সহা হয়ে গেছে। আর জীবনযাপনে নগরবাসীর দূর্ভোগ বর্ণনাতীত।
এমন বিভিন্ন বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) এর নারায়ণগঞ্জ মহানগর শাখার সম্মিলিত আলোচনা সভায় শুক্রবার মানবাধিকার কর্মীবৃন্দ তাদের বক্তব্য তুলে ধরেন। মানবাধিকার রক্ষার বিষয়ে সকলকে আরো ঐক্যবদ্ধ ও সচেতন হওয়ার আহ্বান জানান।
নারায়ণগঞ্জবাসী প্রতিদিন ময়লাযুক্ত দূষিত পানি ব্যবহার করছে, অসুস্থ হয়ে পড়ছে। এজন্য আসন্ন রমযান মাস থেকে ওয়াসাকে বিশুদ্ধ ও পরিচ্ছন্ন পানি সরবরাহ নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে বিএইচআরসি নারায়ণগঞ্জ মহানগর থেকে সম্মিলিতভাবে মানববন্ধন ও ওয়াসাকে স্মারকলিপি প্রদান করা হবে।
শহরের ৩৯/১ শায়েস্তা খান রোডের অস্থায়ী কার্যালয়ে প্রায় একশত মানবাধিকার কর্মীদের নিয়ে শুক্রবার বিকালে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সম্মিলিত এ আলোচনা সভায় মহানগরের অধীন নারায়ণগঞ্জ সদর মডেল থানা, সিদ্ধিরগঞ্জ থানা ও বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। ঢাকা বিভাগ দক্ষিণ অঞ্চলের গভর্ণর কেইউ আকসিরের সভাপতিত্বে সভাটি সঞ্চালন করেন বিএইচআরসি-র নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল হাসান (রুমি)।
সভায় নারায়ণগঞ্জ মহানগর শাখাকে আন্তরিক সহযোগিতা এবং এর বিভিন্ন কার্যক্রমে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ উপদেষ্টা রফিক উদ্দিন ভূঁইয়াকে সংগঠনের পক্ষ থেকে ‘আজীবন সদস্য সদনপত্র’ ও আইডি কার্ড প্রদান করা হয়। তাকে বিএইচআরসি-ও কোট পিন পরিয়ে দেন সিনিয়র সভাপতি ননী গোপাল সাহা। সভার শুরুর দিকে প্রত্যেক কমিটির সদস্য নিজেদের পরিচয় প্রদান করেন।
সভায় মহিলা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আঞ্জুমান আরা আকসির, রোকসানা খবির, অধ্যাপক রাশিদা আক্তার, রিনা আহমেদ, এডভোকেট (এড.) হাসিনা পারভিন, এড. তানহা রহমান, এড. মাশরুবা শাযনুশ শাওলিন, লক্ষ্মী চক্রবর্তী, হোসনে আরা বেগম, লায়লা ইয়াসমিন, আফরোজা ওসমান মুন্নি, এড. আলিফ লায়লা, লুৎফুন নাহার, শাহীনা ইসলাম, ছালিমা হোসেন, মায়ানূর আহমেদ প্রমুখ।
এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজী নূর উদ্দিন আহমেদ, খবির উদ্দিন আহমেদ, নাসির উদ্দিন মন্টু, এরশাদুর রহমান, শহীদুল আলম বুলবুল, এড. ইন্দ্রজিত সাহা, আব্দুর রহিম মিন্টু, আব্দুল হাই, বাবুল মল্লিক, আলী আকরাম তারেক, মো: সুজন, মনির হোসেন মেজর, সাংবাদিক দিল মোহাম্মদ, আবুল হোসেন, এড. রাকিবুল হাসান শিমুল, সানোয়ার হোসেন, অর্থ সম্পাদক রোকন শেখ, সিরাজুল ইসলাম সিদ্দিকী, জিয়া উদ্দিন, মাহাবুবুর রহমান, ডাঃ হাবিবুর রহমান, ডাঃ মিজানুর রহমান, ওয়াহিদ সাদত বাবু, লায়ন কাজী গোলাম হোসেন, মোবারক হোসেন বাচ্চু, তৌহিদিুল ইসলাম, লায়ন শাকিল আহমেদ, লায়ন বি এম হোসেন, লায়ন সাইদুল্লাহ হৃদয়, আক্তার হোসেন, রাজিব হোসেন প্রমুখ।