নিজস্ব প্রতিবেদক:
রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকবুল হোসেন বলেছেন, প্রত্যেকটা জাতির নিজস্ব মাতৃভাষা আছে। আমরা বাঙালি, আমাদের মাতৃভাষা বাংলা। বাংলা ভাষা রক্ষার দায়িত্ব আমাদের । মাদ্রাসা শিক্ষার্থীদের জাতীয় সংগীত গাওয়া বাধ্যতামূলক করতে হবে।
তিনি আরও বলেন, ইসলাম ধর্ম সহিংসতা পছন্দ করে না। মাদ্রাসা থেকে জঙ্গিবাদ -মৌলবাদ নিপাত যাক। আমাদের এলাকার মাদ্রাসাগুলো এখন ভালো চলছে।
সোমবার একুশে ফেব্রুয়ারি রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মকবুল হোসেন এসব কথা বলেন।
রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি ও দৈনিক সংবাদচর্চা পত্রিকার সম্পাদক মো: মুন্না খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি আবুল হাসনাত ভুঁইয়া, তারাব পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবেল, সাইদুর রহমান সেলিম, রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার জহিরুল ইসলাম, দাতা সদস্য হালিম ভুঁইয়া, সাবেক অভিভাবক সদস্য সুরুজ্জামান ভুঁইয়া, মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা সদস্য রফিকুল ইসলাম পনির খাঁন,সমাজ সেবক মোশারফ হোসেন,সাবেক ছাত্র নেতা রাসেল, শিক্ষক বিল্লাল হোসেন, কাদির হোসেন, নুরুল ইসলামসহ আলাদিন,সোহেল, সজল উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসার শিক্ষক মুফতি ওবায়দুল হক।