আজ বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মাদারীপুরে বিএনপির সাধারণ সম্পাদকসহ আটক ৯

মাদারীপুরে

মাদারীপুরে বিএনপির সাধারণ সম্পাদকসহ আটক ৯মাদারীপুরে

শহিদুল ইসলাম লিখন
আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাহান্দার আলী জাহান ও সাংগঠনিক সম্পাদক এ্যাড. জামিনুর হোসেন মিঠুসহ বিএনপি ও জামায়াতের ৯ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। যার মধ্যে মাদারীপুর সদরে ৫ জন ও কালকিনিতে ৪ জনকে সোমবার রাতে ও মঙ্গলবার দুপুরে আটক করা হয়। তাদেরকে আটকের পরে মঙ্গলবার আদালতে প্রেরন করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে শহরের কুলপদ্বী এলাকা থেকে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাহান্দার আলী জাহান ও বিকেল চারটার দিকে জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ জামিনুর হোসেন মিঠুকে আদালতের গেটের বাহির থেকে আটক করে পুলিশ। এছাড়া বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাসেল খান, যুবদল নেতা বেলায়েত কাজীকে আটক করা হয়। সোমবার রাতে জেলা যুবদলের নেতা দুলালকে আটক করা হয়। অপরদিকে সোমবার রাতে কালকিনি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফজলুল হক বেপারী, উপজেলা জামায়াতের সাধারন সম্পাদক মাওলানা আবদুস ছালাম আকন, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক ইমামুল হক ইমু ও কলেজ ছাত্রদলের সভাপতি ইকরামুল ইসলাম লিটন।
এব্যাপারে মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন দেব বলেন, নাশকতার পরিকল্পনার অভিযোগে জেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি নেতা কর্মীদের আটক করা হয়েছে।

সর্বশেষ সংবাদ