আজ সোমবার, ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

 মাদক, সন্ত্রাস ও জঙ্গীবা‌দের বিরু‌দ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ভা‌বে রু‌খে দাড়া‌তে: মেয়র হাসিনা গাজী

মাদক-সন্ত্রাস-ও-জঙ্গীবা‌
 মাদক, সন্ত্রাস ও জঙ্গীবা‌দের বিরু‌দ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ভা‌বে রু‌খে দাড়া‌তে: মেয়র হাসিনা গাজী
মাদক-সন্ত্রাস-ও-জঙ্গীবা‌
সংবাদচর্চা ডেস্ক: নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপ‌জেলার মৈকুলী এলাকায় তারা‌বো পৌরসভার ৫নং ওয়ার্ড অাওয়ামীলী‌গের উ‌দ্যো‌গে অা‌লোচনা সভা ও ইফতার মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।
প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলালীগের সভাপতি ও তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী।
এ সময় মেয়র হাসিনা গাজী  ব‌লেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবা‌দের বিরু‌দ্ধে সবাইকে ঐক্যবদ্ধ ভা‌বে রু‌খে দাড়া‌তে হবে। আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবার দেশের উন্নয়ন হয়েছে।  আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, আর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে । বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার ৯ বছরের শাসন আমলে সারা দেশে ব্যাপক পরিমাণ উন্নয়ন হয়েছে, দেশের মানুষ আজ শান্তিতে বসবাস করছে ।
তারা‌বো পৌরসভার ৫ নং ওয়ার্ড অাওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফার সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে অা‌রো উপ‌স্থিত ছি‌লেন, রূপগঞ্জ উপ‌জেলা অাওয়ামীলী‌গের সহসভাপ‌তি শেখ সাইফুল ইসলাম, তারা‌বো পৌরসভা অাওয়ামীলী‌গের সভাপ‌তি মোফাজ্জল হো‌সেন ভুঁইয়া, অাওয়ামীলীগ নেতা হা‌বিবুর রহমান হা‌বিব, অাব্দুল মান্নান ভুইয়া, ম‌তিউর রহমান অাকন্দ ও অামজাদ হো‌সেন ভুঁইয়া, উপ‌জেলা যুবলী‌গের সভাপ‌তি কামরুল হাসান তু‌হিন, সাধারন সম্পাদক মোস্তা‌ফিজুর রহমান শা‌হিন, তারা‌বো পৌরসভার কাউ‌ন্সিলর অা‌নোয়ার হো‌সেন, যুবলীগ নেতা ছা‌রোয়ার হো‌সেন রা‌ছেল ও অাবুল হাসনাত হিরাসহ অ‌নে‌কে।