বন্দরের শীর্ষ মাদক ব্যবসায়ী সালাউদ্দিন সালুকে অস্ত্র সহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাঘবাড়ি এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ী সালাউদ্দিন সালু ওই এলাকার ওসমান গণির মেয়ের জামাই।
ঘটনাস্থল থেকে জানা যায়, সালাউদ্দিন সালুকে গ্রেপ্তার করে আনার সময় তার সহযোগী ও বাড়ির লোকজন পুলিশের গাড়িতে ভাঙ্গচুর চালানোর চেষ্টা করে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। গুলিতে ওই এলাকার একজন আহত হয়। আহত ব্যক্তি এলাকার এবাইদুল¬ার ছেলে পোশাক শ্রমিক নাদিম (২৮)। আহত নাদিম (২৮) কে প্রথমে শহরের খানপুরে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা ও পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বন্দর থানার পরিদর্শক (তদন্ত) আজহারুল ইসলাম জানান, সালাউদ্দিন বন্দর থানা পুলিশের তালিকাভুক্ত ৭নং সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক সহ বিভিন্ন আইনে মামলা রয়েছে।
ডিবির এস আই মিজানুর রহমান জানান, সালাউদ্দিনকে ধরতে বাগবাড়িতে অভিযান চালানো হয়। তখন তার সহযোগিরা ডিবির উপর হামলা করে। ডিবির একটি গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রনে ডিবি কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। তখন সহযোগিরা পিছু হটলে তাকে গ্রেফতার করা হয়। তাকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযান চলছে।