আজ শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে হাটাবর আনিছুর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

রূপগঞ্জ থানা মিঠাবো ফকিরপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে র‌্যাব-১১। ২৪ এপ্রিল রাতে অভিযানে ৩২ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন মিঠাবো ফকিরপাড়া এলাকার মোঃ মাইন ফকির বাবু (৩০), মোঃ আমিরুল ইসলাম সজীব (৩৮), মোঃ লিমন ভূঁইয়া (৩২) , পোড়াবো এলাকার মোঃ কাজী দীপু। সে সময় মাদক ব্যবসায়ী মোঃ আমিরুল ইসলাম সঞ্জীব (৩৮)’কে আইনের আওতায় না নেওয়ার জন্য এবং বিষয়টি গোপন রাখার জন্য হাটাব এলাকার হাজী হারুন অর রশিদ এর ছেলে মোঃ আনিছুর রহমান (৩২) র‌্যাব সদস্যদের তাৎক্ষনিক নগদ ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা উৎকোচ প্রদানের চেষ্টা করে। ফলশ্রুতিতে উৎকোচের টাকাসহ মোঃ আনিছুর রহমান (৩২)’কে র‌্যাব সদস্যরা গ্রেফতার করে।

রবিবার গণমাধ্যমকে এসব এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব -১১ এর এএসপি মোঃ সম্রাট তালুকদার ।

র‌্যাব জানান, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে এবং নারায়ণগঞ্জ ও এর আশে পাশের এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। মাদকের করাল গ্রাস হতে সমাজকে মুক্ত করতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ও র‌্যাবকে উৎকোচ প্রদানের চেষ্টায় লিপ্ত আসামীর বিরুদ্ধে রূপগঞ্জ থানায় পৃথক মামলা দায়ের এর কার্যক্রম প্রক্রিয়াধীন।

স্পন্সরেড আর্টিকেলঃ