আজ রবিবার, ১৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : আনোয়ার

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জ  জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, মাদক সন্ত্রাস চাঁদাবাজদের বিরুদ্ধে সকলকে এক থাকতে হবে, তা না হলে তারা আবার মাথা নাড়া দিয়ে উঠবে। জনগণের পাশে সরকার ও প্রশাসন সব সময় থাকবে।

তিনি বলেন , জনবান্ধব আওয়ামী লীগ সরকার জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছে, আরো করে যাবে। জনসাধারণ ও শিক্ষার্থীদের দূর্ভোগে যে কোন কাজে পাশে আছে, থাকবে জেলা পরিষদ।

শনিবার (১৩ এপ্রিল) দুুপুর ১টায় বন্দর উপজেলার মদনপুর এশিয়ান হাইওয়ে থেকে নাজিমউদ্দির ভূইয়া (বিশ্ববিদ্যালয়) কলেজ ও মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় হয়ে বাজার পর্যন্ত এ আর ভূইয়া সড়ক সংস্কার কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে ২৪ লক্ষ টাকা ব্যয়ে ১৯৫ মিটার রাস্তাটি পাকাকরণ করা হবে মাত্র ২৫ দিনে। এই রাস্তার কারণে এশিয়ান হাইওয়ে চলাচলে ৭টি গ্রামের মধ্যে সহজ হবে। তার পাশাপাশি কলেজ ও স্কুলের শিক্ষার্থীদের চলাচলে উপকার হবে।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আরজু রহমান ভুইয়া, সদস্য সামসুজ্জামান ভাষানী, মদনপুর ইউপির ভারপ্রাপ্ত সভাপতি শুক্কুর আলী, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, মদনপুর ইউপি সাবেক চেয়ারম্যান আব্দুর হাই ভূঞা, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুসলিম প্রধান, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, বন্দর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল হোসেন, বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী মাফিয়া আক্তার তানিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সোহেল প্রধান, নাসিক ২২ নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি দেওয়ান মোহাম্মদ আলী, নাসিক ২১ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আব্দুল বাতেন, ২৩নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোহাম্মদ হারুণ।