আজ শুক্রবার, ১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠছে চনপাড়াবাসী

নবকুমার:

রূপগঞ্জের চনপাড়ায় মাদকের বিরুদ্ধে আগ্নেয়গিরির মতো ফুঁসে উঠছে এলাকাবাসী। গতকাল সকাল ১১ টার দিকে চনপাড়ায় মাদকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে এলাকাবাসী। সভায় বক্তারা বলেন, মাদক ব্যবসায়ীর দুই গালে জুতা মার তালে তালে। মাদক মুক্ত সমাজ চাই। চনপাড়ায় কোন মাদক ব্যবসায়ীর স্থান হবে না।

সমাবেশে বক্তব্য রাখেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বার সেলিনা আক্তার রিতা। তিনি বলেন, মাদক ব্যবসায়ীরা কোন দলের নয়। মাদক মুক্ত চনপাড়া চাই।

এসময় মিছিলে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা ইব্রাহিম, ডাঃ আনোয়ার, চানমিয়া, স্বেচ্ছাসেবকলীগ নেতা শফিকুল , চনপাড়া ছাত্রলীগের সভাপতি আরাফাত, সাধারণ সম্পাদক স্বর্ণালী, চনপাড়া যুব মহিলা লীগের সভাপতি নাজমীন আক্তার অনেকে ।