আজ বুধবার, ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মাইজভাণ্ডারী গাউছিয়া সূর্যগিরি আশ্রমের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মাইজভাণ্ডারী গাউছিয়া সূর্যগিরি আশ্রমের

মাইজভাণ্ডারী গাউছিয়া সূর্যগিরি আশ্রমের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিতমাইজভাণ্ডারী গাউছিয়া সূর্যগিরি আশ্রমেরফটিকছড়ি প্রতিনিধি:
মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে শহীদ-বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনের সভাপতি লায়ন ডা. বরুণ কুমার আচার্য।

সহ-সভাপতি শিপ্রাবসু মল্লিক, সহ-সভাপতি তরুণ কুমার আচার্য, উপদেষ্টা দয়াল দত্ত, সহ-সাংগঠনিক সম্পাদক অভিবসু মল্লিক, সহ-দপ্তর সম্পাদক নিলু কান্তি দাশ, সাবেক অর্থ সম্পাদক দয়াল দত্ত, জয়ন্ত দত্ত, কৃষ্ণবৈদ্য, ধীমান দাশ, মহিলা সম্পাদিকা সোমা চৌধুরী সুমি, আদ্রিতা চৌধুরী øাতা, রনবীর দাশ, সুমি চৌধুরী, পূজা বসু মল্লিক, জুঁই রায়, ঝুমু চৌধুরী, রুজি চৌধুরী, অর্চনা রানী আচার্য, বন্ধন আচার্য, কাশ্মিরী দাশ, শশী মহাজন, সমীর দাশ প্রমুখ।

এসময় রাষ্ট্রভাষা বাংলার দাবীতে দূর্বার আন্দোলনে সালাম, জব্বার, সফিক, রফিক সহ শহীদের রক্তের বিনিময়ে বাঙালী জাতি পায় মাতৃভাষার মর্যাদা। রাষ্ট্রভাষার লড়াইয়ে সেদিন রাজপথ রঞ্জিত হয় ভাইয়ের রক্তে। সারাবিশ্বে কোটি কন্ঠে আজ উচ্চারণ করবে আবদুল গাফ্ফার চৌধুরীর লেখা কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্র“য়ারি, আমি কি ভূলিতে পারি।’