সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি নিয়ে ধূ¤্রজাল সৃষ্টি হয়েছে। সম্প্রতি মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছিলো। কিন্তু সেই কমিটি নারায়ণগঞ্জের কয়েক জন নেতার আপত্তির কারণে স্থগিত রেখেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নতুন করে মহানগর বিএনপির কমিটি তৈরী করা হচ্ছে। আর সেই কমিটিতে কারা স্থান পাবেন তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ।
তবে তারেক রহমান নারায়ণগঞ্জ মহানগর কমিটির ব্যাপারে দলের শীর্ষ নেতাদের সাথে কথা বলবেন বলে জানা গেছে। আর এ কমিটিতে দলের ত্যাগী নেতারাই স্থান পাবেন বলে জানা গেছে। আবার মহানগর বিএনপির কমিটি নিয়ে অনেকে গুজব ছড়াচ্ছে। তবে যে কোন সময় কমিটির অনুমোদন হতে পারে।
জানা গেছে নতুন মহানগর বিএনপির কমিটিতে বর্তমান সভাপতি এড.আবুল কালাম ,সাধারণ সম্পাদক এটিএম কামাল থাকার সম্ভাবনা রয়েছে। তবে তাদের দুই জনকে পরিবর্তন করলে এড.সাখাওয়াত হোসেনের এবার প্রমোশন হতে পারে। ডিমোশন হতে পারে আতাউর রহমান মুকুলের । তবে সেটা তারেক রহমানের উপর নির্ভর করছে।