আজ সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বেনাপোলে মসজিদ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

মসজিদ

বেনাপোলে মসজিদ থেকে ঝুলন্ত লাশ উদ্ধারমসজিদ

মোঃ রাসেল ইসলাম,শার্শা বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানাধীন সীমান্তবর্তী গ্রাম সাদীপুরের মধ্যপাড়া বুল্লির মোড় জামে মসজিদ থেকে নাসির উদ্দীন(২৩) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ১২টার দিকে ১৫ সদস্যের তাবলীগ জামাতের একটি দল ঐ মসজিদে ঢোকে।নাসির ঐ জামাতেরই একজন সদস্য বলে জানা যায়।

জামাতের দলনেতা বাবুল হোসেন জানান, এশা’র নামাজ পড়ে নাসির এবং আমরা বাকী ১৪ জন একত্রে রাতের খাবার খায়। এরপর আনুমানিক রাত ১০ টার দিকে আমরা সকলেই ঘুমিয়ে পড়ি।

নিয়ম মাফিক ফজরের নামাজ পড়তে আমরা সকলেই ঘুম থেকে উঠলেও নাসির কে দেখা যায়নি।পরে মসজিদের ভগ্নাংশ সিড়ি ঘরে ছাদের লোহার রডে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত লাশ আমরা দেখতে পায়। ক্ষনিকের পরিচয়ে নাসিরের সম্পর্কে কিছুই জানা যায় নি বলে দলনেতা বাবুল জানান।

লাশ সনাক্ত করতে আসা বেনাপোল পোর্ট থানার এ এস আই মনির জানিয়েছেন, নাসিরের মৃত্যুর কারন খুজতে তদন্ত চালানো হবে, প্রাথমিক অবস্থায় লাশের ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হবে,তদন্ত শেষে প্রকৃত রহস্য জানা যাবে বলে তিনি জানান।