আজ সোমবার, ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মন্ত্রী গাজীর সঙ্গে সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক:

সপ্তাহে তিন দিন (বৃহস্পতি, শুক্র, শনিবার) নিজ নির্বাচনী এলাকার নেতাকর্মীদের সময় দেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি , বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। এ তিনদিন মন্ত্রী এলাকার উন্নয়ন এবং জনগণের খোঁজ খবর নেন। মন্ত্রীর বাসা রূপসী গাজী ভবনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসে এবং কাজ শেষ করে ফিরে যায় । অনেক সময় বাড়িতে জায়গা হয় না।

এরই ধারাবাহিকতায় শনিবার ( ৯ অক্টোবর) সকালে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সাথে সৌজন্য সাক্ষাত করেন কায়েতপাড়া ইউনিয়নের কিছু নেত্রীবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: বজলুর রহমান, কায়েতপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি মো: মহিউদ্দিনসহ অনেকে। এসময় মন্ত্রী তাদের খোঁজ খবর নেন।