নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের সঙ্গে সাক্ষাত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত শহীদ বাদল । শুক্রবার ( ৭ ফেব্রুয়ারি) সকালে তিনি রূপসী গাজী ভবনে মন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন। এসময় তিনি মন্ত্রীর স্বাস্থ্যের খোজ খবর নেন। তারা পরস্পর কুশল বিনিময় করেছেন।
এরপর রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভুইয়া গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের সঙ্গে সাক্ষাত করেন। তিনি মন্ত্রীকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ কামরুল হাসান তুহিন,আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোঃ আনছর আলী সহ অনেকে।
পরে গোলাম দস্তগীর গাজী জেলার বিভিন্ন বিষয়ে কথা বলেন ঐ দুই নেতার সাথে।