আজ রবিবার, ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মন্ত্রী গাজীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নবকুমার:

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর (বীর প্রতীক) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন , বস্ত্র ও পাট সচিব লোকমান হোসেন মিয়া , বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট গাজী গোলাম মর্তুজা পাপ্পা।

সাক্ষাৎ অনুষ্ঠানে চীন-বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় বস্ত্র এবং পাট জাত পন্য সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেয়া হয় ।

এসময় গোলাম দস্তগীর গাজী গাজী বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের সম্পর্ক ভালো রয়েছে। ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে এই সম্পর্ক আরো সুদৃঢ় করতে হবে ।

প্রসঙ্গত, বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট গাজী গোলাম মর্তুজা পাপ্পা বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর বড় ছেলে । তিনি সাক্ষাৎ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।