আজ বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মন্ত্রী গাজীর শোক

সংবাদচর্চা রিপোর্ট:

বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৮ নং সেক্টর কমান্ডার এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি’র অন্যতম সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব:) আবু ওসমান চৌধুরীর (৮৫) মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। এক শোক বার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর পরিবার-পরিজনসহ সকলকে গভীর সমবেদনা জানান।

শনিবার ( ৫ সেপ্টেম্বর) সকালে ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি ।

এছাড়া নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাম জামে মসজিদে এসি বিস্ফোরণে নিহত ও আহত হওয়ার ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। তিনি নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থ্যতা কামনা করেছেন।