আজ মঙ্গলবার, ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

মন্ত্রীর সঙ্গে সেলিম-আইভীর বৈঠক

নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালেদ চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান ও নাসিক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভী । সোমবার (১৭ ফেব্রয়ারি) ঢাকায় নৌ-পরিবহন মন্ত্রনালয়ে বৈঠক হয়।  বৈঠক সুত্রে জানা গেছে  নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর উন্নয়ন ও পানি বিশুদ্ধ করার ব্যাপারে আলোচনা হয়েছে। শীতলক্ষ্যা নদীর দুইপাড়ে অবৈধ দখল মুক্ত ও নদীর নাব্যতা ফিরিয়ে আনার কথাও হয়েছে । এ বৈঠকের মাধ্যমে সিটি করপোরেশন ও সংসদীয় এলাকার মধ্যে সমস্যা থাকবে না। যদি কোনো সমস্যা থাকে তা আলোচনার মাধ্যমে সমাধানের পথ তৈরী হবে বলে মনে করছে নগরবাসী। বৈঠকের ব্যাপারে সেলিম ওসমান তার প্রতিক্রিয়া ব্যক্ত করলেও মেয়র আইভী এখন পর্যন্ত গণমাধ্যমে কিছু বলেন নি। এখন দেখার বিষয় শীতলক্ষ্যার উন্নয়নে তাদের এ বৈঠক কতটা ফলপ্রসূ হয়।