সংবাদচর্চা রিপোর্ট:
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশনায় করোনা ভাইরাস পরিস্থিতিতে বিপাকে পড়া খেটে খাওয়া , দুস্থ ও মধ্যবিত্ত ৪০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আনছার আলী। বুধবার নিজস্ব তহবিল থেকে তিনি শিমুলিয়া, বারগারটেকসহ বিভিন্ন এলাকায় বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী পৌছে দেন। এর আগে তিনি ১৭ দিন খাদ্য বিতরণ করেছেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল ,ডাল, তেল,লবণ ,সাবান, আলু।
প্রসঙ্গত করোনা ভাইরাসে নারায়ণগঞ্জে ৬ জন মারা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলায় ৪০ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তার মধ্যে রয়েছে রূপগঞ্জের ৩ জন নারী। সারা রূপগঞ্জ লকডাউন করা হয়েছে।