আজ রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মন্ত্রীর এলাকায় কর্মসূচি

সংবাদচর্চা রিপোর্ট:

আপাতত বিধি নিষেধ ছাড়াই এবার রমজান মাস শুরু হয়েছে। আত্মত্যাগের মাস মাহে রমজানকে ঘিরে ‘ইফতার রাজনীতি’ শুরু করছে দেশের রাজনৈতিক দলগুলো। প্রধান দুই দলসহ উভয় জোট ইফতারকে সামনে রেখে রাজনীতির নতুন মিশনে নেমেছে। রাজনীতির মাঠ বলতে গেলে একবারেই ঠান্ডা ছিলো। এমন নীরব অবস্থায় ইফতার আয়োজন রাজনীতিতে কিছুটা গতি লক্ষ্য করা যাচ্ছে । এরই মধ্যে ইফতারের দাওয়াতপত্র বিতরণ শুরু করেছে দলগুলো। জানা গেছে, ইফতার মাহফিল আয়োজনের মাধ্যমে দলের নেতাকর্মীদের আরও চাঙ্গা করার উদ্যোগ নিয়েছে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ । বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নিজ নির্বাচনী এলাকা এটি। তিনি রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। প্রত্যেকটা ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে স্থানীয় এমপি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের, বিশেষ অতিথি থাকবেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ শাহজাহান ভুঁইয়া। রমজান মাস জুড়ে থানা,পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা এই অনুষ্ঠানের আয়োজন করবে।

গতকাল রূপগঞ্জ থানা আওয়ামী লীগের একটি সুত্রে এ তথ্য নিশ্চিত করেছেন। সুত্রের খবর ৯ এপ্রিল শনিবার রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ে ইফতার মাহফিল হবে। ১১ এপ্রিল চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে গাজী বিশ^বিদ্যালয়ে ইফতার মাহফিল, ১২ এপ্রিল কাঞ্চন ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয়ে, ১৩ এপ্রিল মুড়াপাড়া সরকারী কলেজে , ১৪ এপ্রিল ভুলতা হাইস্কুল এন্ড কলেজে , ১৫ এপ্রিল কায়েতপাড়া ইউনিয়ন পরিষদে , ১৬ এপ্রিল তারাব পৌরসভার রূপসী ৫০১ এ, ১৭ এপ্রিল গোলাকান্দাইল উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয়ে , ১৮ এপ্রিল ভোলাব ইউনিয়ন পরিষদে , ১৯ এপ্রিল দাউদপুর ইউনিয়ন পরিষদে ইফতার মাহফিল হবে। বিকালে ৩ টা থেকে এসব অনুষ্ঠান হবে। সুত্রের খবর মন্ত্রীর এলাকায় সিদ্ধান্তহীনতায় বিএনপি। তাদের মধ্যে দ্বিমত । দলটির নেতারা ঘুড়ে দাঁড়াতে পারছে না । রমজান উপলক্ষ্যে তাদের তেমন কর্মসূচি লক্ষ্য করা যাচ্ছে না। রাজনৈতিক সচেতন মহলের মতে সাংগঠনিক দিক দিয়ে রূপগঞ্জে আওয়ামী লীগ এগিয়ে।