আজ বৃহস্পতিবার, ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

মনোনয়ন জমা দিলেন খেলাফত মজলিস নেতা সিরাজুল মামুন

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে মনোনয়ন জমা দিয়েছেন খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী ও নারায়ণগঞ্জ জেলা খেলাফত মজলিসের সভাপতি এবিএম সিরাজুল মামুন। সোমবার (১৩ ডিসেম্বর) বিকেলে সহকারি রিটানিং অফিসার মো. ইউসুফ উর রহমানের কাছে এই মনোনয়ন ফরম জমা দেন।
নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ডা. শরীফ মো. মোসাদ্দেক, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সহকারী সাধারণ সম্পাদক হাফেজ আওলাদ হোসেন, জেলা সহকারী সাধারণ সম্পাদক হাফেজ কবির হোসাইন, হানিফ কবির বাবুল ও মহানগর মিডিয়া সম্পাদক জাহিদ হাসান প্রমুখ।
এসময় এবিএম সিরাজুল মামুন বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচনে আমি মেয়র প্রার্থী হয়েছি। আমরা ইসলামী আদর্শে বিশ্বাসী। আমরা দৃঢ়তার সাথে বিশ্বাস করি আমরা যদি নির্বাচিত হই নারায়ণগঞ্জবাসীর জন্য আমি ও আমার সংগঠনের সাধ্যমত আরও সুন্দর জীবনের কাজ করে যাবো। এ ব্যাপারে আমাদের কোনো আপোষ নেই। আশা করছি নারায়ণগঞ্জবাসী আমাদের সহযোগিতা করবেন। আমরা একটা সুন্দর নারায়ণগঞ্জ শহর উপহার দিতে চাই।