আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েতসহ মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় দেশেগুলোয় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হয় ঈদের আনুষ্ঠানিকতা। অস্থিতিশীল অবস্থার মধ্যেই ঈদ উদযাপিত হচ্ছে ফিলিস্তিন ও যুদ্ধবিধ্বস্ত ইরাক, সিরিয়া ও ইয়েমেনে।
এদিকে, ইরান, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক ও মালয়েশিয়াসহ কয়েকটি দেশেও ঈদ উদযাপন করা হচ্ছে। যেকোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এসব দেশে।
টানা এক মাসের সিয়াম সাধনার পর শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরদিন ঈদুল ফিতর উদযাপন করেন মুসলিমরা। ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে শুরু হয় ঈদুল ফিতরের নানা আনুষ্ঠানিকতা।