আজ সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মদ্যপ হয়ে হৈহুল্লুর, যুবক শ্রি ঘরে

নগরীর ১নং খেয়াঘাট এলাকা থেকে ১’শ মিলি মদসহ ৩৬ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে অনিন্দ্য কিশোর মহলা নবীশ সুমিত নামের যুবক ১নং খেয়াঘাট সংলগ্ন একটি খাবারের দোকানের সামনে মদ্যপ অবস্থায় চিৎকার চেচামেচি করে। পরে সেখানে থাকা লোকজন পুলিশকে সংবাদ দিলে সদর পুলিশের একটি টহল দল এসে ওই যুবককে আটক করে এবং তার কাছ থেকে ১’শ মিলি পরিমাণে চোলাই মদ উদ্ধার করা হয়।

এ ঘটনায় সদর থানার উপ পরিদর্শক (এসআই) মো. হাসান জামাল খান বাদী হয়ে অনিন্দ্য কিশোর মহলা নবীশ সুমিতের বিরুদ্ধে মদ্য পান ও চিৎকার চেঁচামেচি কওে জনসাধারণের শান্তি বিনষ্ট করা ও মাদক রাখার অভিযোগে একটি মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা।

মামলায় বলা হয়, উপ পরিদর্শক (এসআই) মো. হাসান জামাল খান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ২নং রেল গেইট এলাকায় দায়িত্ব পালন করছিলেন। রাত ১টায় তাদের কাছে সংবাদ আসে এক যুবক মদ্যপ হয়ে শান্তিশৃঙ্খলা ভঙ্গ করছে। এরপর তৎক্ষনাত পুলিশের টহল দলটি সেখানে গিয়ে মদ্যপ ওই যুবককে আটক করে।