আজ রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভোলাবতে নৌকা সমর্থকদের উপর যুবদলের হামলা

সংবাদচর্চা রিপোর্ট:

ভোলাবতে নৌকার দুই সমর্থকের উপর হামলা করেছে বিএনপির স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসেনের সমর্থক যুবদলের দেলোয়ার জাহান জন্টু ও কাসেম বাহিনী। গত ৪ নভেম্বর রাতে ভোলাব ৬ নং ওয়ার্ডের (দড়িচারিতাল্লুক) পূর্বপাড়ায় এ হামলার ঘটনা ঘটে ।

হামলায় আহতরা হলেন, ভোলাব ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক জুলহাস , বীর মুক্তিযোদ্ধার সন্তান তারিকুল ইসলাম। জুলহাস ওই এলাকার আব্দুল আউয়াল মেম্বারের ছেলে। সুত্রের খবর জুলহাসের মাথায় ৭ টি এবং তারিকুলের মাথায় ৩ টি সেলাই দেওয়া হয়েছে। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এব্যাপারে জানতে রূপগঞ্জ থানার ওসি সায়েদকে মোবাইলে ফোন করা হলে তিনি মোবাইল রিসিভ করেন নি।

নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার ( গ- সার্কেল) আবির হোসেন জানান, অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

হামলার ঘটনায় রূপগঞ্জ থানায় পৃথক দুটি অভিযোগ দেওয়া হয়েছে। হামলাকারীরা হলেন, দেলোয়ার জাহান জন্টু , কাসেম, জাকির হোসেন, তামিম, শফি ,নাজমুল , সাইফুল ,হাফিজ উল্লাহ, বাদল , আমজাদ, শ্যামল ,সামসু , নুরুল হক , ইমান , সুমন ,নাহিদ ফুল মিয়াসহ আরও অজ্ঞাত ১৫/১৬ জন। এসময় হামলাকারীর জুলহাস মিয়ার একটি মোটর সাইকেল ভাংচুর করে। তাদের কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। উল্লেখ্য আগামী ১১ নভেম্বর ভোলাব ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ। এ ইউনিয়নে আওয়ামী লীগ এড. তায়েবুর রহমান।