আজ মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রশাসন গাজীপুরে ভোট কারচুপির সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে : রিজভী

ভোট কারচুপির সর্বোচ্চ প্রস্তুতি

ভোট কারচুপির সর্বোচ্চ প্রস্তুতি

সংবাদচর্চা রিপোর্ট

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে প্রশাসন ও নির্বাচন কমিশন ভোট কারচুপির সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে । সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষ কে ঠেকাতে পারবে না আ.লী।

সোমবার  ২৫ জুলাই   দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, ‘কোটি মানুষের নয়নের মণি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জামিন নিতে সরকার নির্লজ্জভাবে হস্তক্ষেপ করছে। আইনগত জামিন পাওয়ার অধিকার হলেও দেশনেত্রীকে সরকার জামিন দিচ্ছে না। বেগম জিয়ার কোনো অভিযোগই আদালতে প্রমাণ হয়নি। তার বিরুদ্ধে সাজা হয়েছে শেখ হাসিনার নির্দেশে। এদিকে, কারাগারে বেগম জিয়া অজ্ঞান হয়ে পড়লে কারা কর্তৃপক্ষই কোনো খবরই নেয়নি। তার উন্নত চিকিৎসার জন্য বার বলা হলেও সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ওনার অবস্থা দিনে দিনে গুরুতর হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘গাজীপুর নির্বাচনে সরকারের প্রতিটি পদক্ষেপই বাস্তবায়ন করেছে পুলিশ। সেখানে প্রতিটি লোকালয়ে ভোটারদের মনে আতংক সৃষ্টি করতে সরকারের মেসেজ অক্ষরে অক্ষরে পালন করছে আওয়ামী সন্ত্রাসী লীগ। এছাড়াও চলছে পাইকারি হারে গ্রেফতারও করা হচ্ছে। আর সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষ বিজয়ী হবে।’