নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম বেপারী বলেন, ভোক্তাদেরকে তাদের অধিকার সম্পর্কে জানতে হবে। তাদের সচেতন হতে হবে। সেইসাথে প্লাষ্টিক ব্যবহার কমাতে হবে।
সোমবার ১৫ই মার্চ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নারয়ণগঞ্জ ভোক্তা অধিকার অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, প্লাষ্টিকের কারনে আমাদের পরিবেশ সবচেয়ে বেশি দূষিত হয়। আমরা সবাই মিলে প্লাষ্টিক ব্যবহার বন্ধ করার জন্য সবাইকে উৎসাহ করবো।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট কামরুল হাসান মারুফ, জেলা ভোক্তা অধিকার সহকারি পরিচালক সেলিমুজ্জামান প্রমুখ।
এর আগে “মুজিববর্ষের শপথ করি প্লাষ্টিক দূষণ রোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে করে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র্যালী অনুষ্ঠিত হয়েছে।