সংবাদচর্চা রিপোর্ট:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ ১ আসনে আ.লীগের নির্বাচনী কেন্দ্র পরিচালনা কমিটি গঠনের অংশ হিসেবে শনিবার ভূলতা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে স্থানীয় সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর উদ্যোগে কমিটি গঠনের লক্ষে আলোচনা সভা করা হয়েছে।
১২ ই মে বিকেলে রূপগঞ্জ উপজেলা আ.লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মাঝিপারা সরকারি প্রাথমিক বিদ্যালয মাঠে আলোচনা সভা করে।
সভায় বক্তারা রূপগঞ্জের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে অাগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে নারায়ণগঞ্জ-১ অাসনে গোলাম দস্তগীর গাজীকে নৌকা মার্কায় ভোট দেওয়ার অাহবান জানান।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে আওয়ামীলীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা ও লুটপাটের কথা উল্লেখ করে বক্তারা বলেন আর কোন দিন স্বাধীনতা বিরোধীরা রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না। বাংলার মানুষ ওদের লাল কার্ড দেখিছে।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা অাওয়ামীলীগের সহসভাপতি ইঞ্জি. শেখ সাইফুল ইসলাম, উপজেলা অাওয়ামীলীগের প্রচার সম্পাদক মানজারী অালম টুটুল, উপজেলা অাওয়ামীলীগের কার্যকরী সদস্য মকবুল হোসেন, ভূলতা ইউনিয়ন অাওয়ামীলীগের সভাপতি অামির হোসেন, সাধারন সম্পাদক বাবুল ভুঁইয়া,সহসভাপতি অালী ওসমান মাষ্টার, ভূলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ব্যারিষ্টার অারিফুল হক ভূইয়া, অাওয়ামীলীগ নেতা রমা কান্ত সরকার, উপজেলা মহিলালীগের সাধারন সম্পাদক শিলা রানী পাল, ভূলতা ইউনিয়ন পরিষদের সদস্য খোদেজা বেগমসহ অাওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলালীগ, যুবমহিলালীগ ও জাতীয় শ্রমিকলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।