আজ শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ধর্ষণের অভিযোগে ভুয়া সেনা সদস্য গ্রেফতার

গ্রেফতার

ভুয়া সেনা সদস্য গ্রেফতার

 

সোনারগাঁ প্রতিনিধি:
বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাচঁপুর শিল্পাঞ্চল এলাকায় অভিযান চালিয়ে রোববার মনির হোসেন নামের এক ভূয়া সেনা সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর একটি দল। এ ঘটনায় ধর্ষিতার বাবা বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন।
সোনারগাঁ থানায় দায়ের করা মামলার বিবরনীতে ওই বাবা উল্লেখ করেন, গোপালগঞ্জ জেলার বৌলতলী পদ্মাবিলা এলাকার খন্দকার আলমগীরের ছেলে মনির হোসেনের সঙ্গে আমার মেয়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয়। মনির হোসেন তাকে সেনাবাহিনীর একজন সদস্য হিসেবে পরিচয় দেয়। পরিচয়ের এক পর্যায়ে দুজনের মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। পরে গত বছরের আগষ্ট মাসের ৭ তারিখে আমার মেয়েকে বিয়ে করবে বলে বাড়ি থেকে জুরাইনের পোস্তগোলা এলাকায় আসতে বলে। তার কথায় রাজি হয়ে আমার মেয়ে বরিশালের বাকেরগঞ্জ থেকে ৪০ হাজার টাকা ও জামাকাপড় নিয়ে পোস্তগোলা এলাকায় আসলে তাকে বিয়ে না করে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর নয়াবাড়ি এলাকায় মনিরের ভাড়াটিয়া বাড়িতে রেখে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে। এভাবে কয়েক মাস ধর্ষণের ফলে আমার মেয়ে অন্তঃস্বত্বা হয়ে পড়লে মনির হোসেন তাকে জোরপূর্বক গর্ভপাত ঘটায়। এর কিছুদিন পর মনির সিলেট যাবে বলে আমার মেয়েকে উক্ত ভাড়াটিয়া বাড়িতে ফেলে রেখে নিরুদ্দেশ হয়ে যায়। পরে আমার মেয়ে এ ঘটনা বাড়িতে থাকা আমার ছোট ছেলে মেয়েদের ফোন করে জানালে আমি ঘটনাটি র‌্যাব-১১ কে জানাই। পরে র‌্যাব-১১ শনিবার সকালে কাঁচপুর শিল্পাঞ্চলের ডেনিম নামের একটি তৈরী পোশাক কারখানা থেকে মনির হোসেনকে আটক করে। আটককৃত মনির নিজেকে সেনা সদস্য পরিচয় দিয়ে আসলেও সে ডেনিম কারখানার নিরাপত্তা প্রহরী হিসেব কাজ করতো।