আজ মঙ্গলবার, ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ভুলতায় বিচারের দাবিতে মানববন্ধন

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জে গৃহবধু আছমা বেগমকে কুপিয়ে হত্যা চেষ্টাকারী সন্ত্রাসী বকুল, শরীফ ও সাইফুলের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার বিকেলে ভুলতার আতলাসপুর এলাকায় এ মানববন্ধন হয়।
মানববন্ধনে ভুক্তভোগীর মেয়ে সুমা আক্তার বলেন, আমার মা আছমা বেগমের সাথে একই এলাকার আমির বক্সের ছেলে বকুলের সাথে পাওনা টাকা নিয়ে ঝামেলা চলছিল। এর জের ধরে বকুলের ভাই সন্ত্রাসী শরীফ, সাইফুল ও তার মা হেলেনা বেগম আমার বাড়ীতে এসে নগদ অর্থ, স্বর্নালংকার লুট করিয়া আমার মাকে কুপিয়ে গুরুতর জখমসহ শ্লীলতাহানি করে।
এ সময় মানববন্ধনে বক্তারা, সন্ত্রাসী বকুল, শরীফ ও সাইফুলের ফাঁসির দাবি জানান। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় একটি মামলা রয়েছে।