সংবাদচর্চা অনলাইনঃ
মরনঘাতী করোনা ভাইরাস ( কোভিড -১৯ ) মোকাবিলায় নারায়ণগঞ্জের ভাসমান যৌনকর্মীদের মাঝে পেপসিকো সহায়তায় এবং ব্র্যাকের সার্বিক তত্ত্বাবধানে অতি দরিদ্র ও কর্মহীনদের জন্য জরুরি খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে ।
বুধবার ( ১০ জুন ) সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার নতুন কোর্ট সংলগ্ন এলাকায় নারায়ণগঞ্জের অক্ষয় নারী সংঘের ভাসমান ৯০জন যৌনকর্মীদের মাঝে দ্বিতীয় পর্যায়ের মতো মানবিক সহায়তা হিসেবে দুই সপ্তাহের খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, ব্র্যাকের জেলা সমন্বয়কারী হুমায়ূন কবির, বিশিষ্ট সমাজসেবক নাজির মাহমুদ বাবুল, নারায়ণগঞ্জ অক্ষয় নারী সংঘের সভানেত্রী কাজল বেগমসহ ব্র্যাকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ।
প্রসঙ্গত, পেপসিকো সহায়তায় এবং ব্র্যাকের সার্বিক তত্ত্বাবধানে গত ১৯ মে প্রথম পর্যায়ে ৯০জন নারায়ণগঞ্জের ভাসমান যৌনকর্মীদের মাঝে খাদ্য সহায়তা করা হয় । আজকে দ্বিতীয় পর্যায়ের মতো আরও ৯০ জনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।