আজ রবিবার, ১৪ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক জননেতা চুনকা’র কবরে জনতার শ্রদ্ধা

ভাষাসৈনিক

ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক জননেতা চুনকা’র কবরে জনতার শ্রদ্ধা

ভাষাসৈনিক

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: মৃত্যুদিবসে ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক জেলা ও শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান আলী আহাম্মদ চুনকার কবরে শ্রদ্ধা জানিয়েছে জনতা ও ভক্তরা। গতকাল রোববার প্রয়াত এই নেতার ৩৪তম মৃত্যুবার্ষিকীতে রাজনৈতিক, সামাজিক ও অন্যান্য সংগঠনের দেয়া ফুলে ফুলে ভরে ওঠে তাঁর সমাধি।
সকালে নগরীর মাসদাইর পৌর কবরস্থানে আলী আহাম্মদ চুনকা ফাউন্ডেশন, জেলা ও শহর আওয়ামী লীগ, জেলা যুবলীগ, শহর যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের পক্ষ ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। সকালে নগরীর ডিআইটিস্থ আলী আহম্মদ চুনকা পাঠাগারের সামনে থেকে এক শোকর‌্যালী বের হয়। পরে কবরস্থানে মাজারে পুষ্পস্তবক অর্পন, ফাতেহা পাঠ ও মিলাদ মাহফিল পরিচালনা করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, জেলা যুবদলের সভাপতি আব্দুল কাদির, শহর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জল, মহানগর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মিনহাজুল কাদির মিমন সহ আরো নেতৃবৃন্দ। এর পরে আলী আহম্মেদ চুনকা প্রতিষ্ঠিত শিশুবাগ বিদ্যালয়ে মিলাদ এবং দোয়া পরিচালনা করা হয়।