অযোধ্যায় গুড়িয়ে দেয়া বাবরি মসজিদের জায়গায় মন্দির নির্মাণে ভারতের সুপ্রিম কোর্টের রায়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। ইসলামাবাদের এমন মন্তব্যের প্রতিবাদ করেছে দিল্লি। বাবরি মসজিদের বিতর্কিত জায়গা নিয়ে ভারতের সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পর এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আদালতের এই সিদ্ধান্তে ন্যায় বিচারের দাবি ব্যর্থ হয়েছে।
রায়ে ভারতের সংখ্যালঘু মুসলিমদের স্বার্থ রক্ষা হয়নি বলে মন্তব্য করেছে তারা। পাকিস্তানের দাবি, বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণের আদেশেই প্রমাণ হয় ভারত সংখ্যালঘুদের জন্য নিরাপদ নয়। এছাড়া, বিবৃতিতে ভারতের চরমপন্থী আদর্শ রুখতে আন্তর্জাতিক সম্প্রদায়সহ জাতিসংঘের প্রতি আহ্বান জানায় পাক পররাষ্ট্রমন্ত্রণালয়। তবে পাকিস্তানের মন্তব্য নাকচ করে পাল্টা বিবৃতি দিয়েছে ভারত। ইসলামাবাদের মন্তব্যকে অন্যায্য ও ভিত্তিহীন উল্লেখ করে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলাতে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছে নয়াদিল্লি।