সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বী বলেছেন, যে জাতির বা মানুষের আত্মমর্যাদা নেই সে জাতির স্বাধীনতাও নেই। আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম আমাদের আত্মমর্যাদা ফিরে পাব বলে। কিন্তু আমরা তা পাইনি।ভারতের দয়ায় আমাদের দেশ স্বাধীন হয়নি। এদেশ স্বাধীন হয়েছে ত্রিশ লাখ মানুষের রক্তের বিনিময়ে। আমাদের দেশের সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য শক্তির প্রয়োজন হয়। আর শক্তি এদেশের সরকার ভারতের কাছ নিয়ে থাকে। এদেশের সরকারের কোনো আত্মমর্যাদা নেই।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে সীমান্তে ভারত কর্তৃক বাংলাদেশি নাগরিক হত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান কর্মসূচি পালন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কর্মসূচি চলে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত। কর্মসূচির আয়োজন করে নারায়নগঞ্জ জেলা গণসংহতি আন্দোলন। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির জেলা শাখার সমন্বয়ক তরিকুল সুজন। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন গণসংহতি আনন্দোলের বিচার্ড রাজনৈতিক শিক্ষা বিষয়ক সভাপতি মসিউর রহমান।
এসময় উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা বাসদ সমন্বয় নিখিল দাস, গণসংহতি আনন্দোলনের নির্বাহী সমন্বয় অঞ্জুন, নারায়নগঞ্জ খেলাঘরের সভাপতি রথিন চক্রবর্তী দাস,ছাত্র ফেডারেশনের সাধারন সম্পাদক জাহিদ,সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক শাহীন মাহমুদ, ছাত্র ফেডারেশনের সভাপতি শুভদেব,নারায়নগঞ্জ নারী সংহতির সম্পাদক পপি রানী সরকার সহ আরও অনেকে।