আজ সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বেনাপোলে ১৭০ বোতল ভারতীয় মদ ও ইমিটেশন উদ্ধার

ভারতীয় মদ

বেনাপোলে ১৭০ বোতল ভারতীয় মদ ও ইমিটেশন উদ্ধার ভারতীয় মদ

 

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল চেকপোস্ট সাদিপুর মোড়ে অভিযান চালিয়ে ১৭০ বোতল ভারতীয় মদ ও ৬ লাখ টাকার ইমিটেশন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার সকালে পরিত্যক্ত অবস্থায় এসব মালামাল উদ্ধার করা হয়। যার সিজার মূল্য ৭ লাখ টাকা।

বিজিবির চেকপোস্ট আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চোরাচালানীরা চেকপোস্টের সাদীপুর মোড় এলাকায় কয়েকটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরে সেখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বস্তাগুলো ক্যাম্পে এনে তার মধ্য থেকে ১৭০ বোতল মদ ও ৬ লাখ টাকার ইমিটেশন সামগ্রী পাওয়া যায়। কোন চোরাচালালীকে আটক করা যায়নি বলে তিনি জানান।