সংবাদচর্চা রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, ‘আজকে আমরা জাতির জনকের আদর্শ থেকে বিচ্যুত হয়ে শেখ হাসিনার আদর্শ থেকে বিচ্যুত হয়ে আমরা ভুল পথে চলে যাচ্ছি। কেউ এই ভাইয়ের কাছে যাই কেউ ওই ভাইয়ের কাছে যাই। কেউ এই ভাইয়ের কথা বলি কেউ ওই ভাইয়ের কথা বলি। আসুন আমরা এই ভাই ভাইয়ের রাজনীতি বাদ দিয়ে এক জায়গায় থেকে আমরা দেশ গঠনে শেখ হাসিনাকে সাহায্য করি। জাতি বাঁচলেই আমরা বাঁচব। আজকে আমরা সকলে নিজেকে বাঁচাতে চেষ্টা করে যাচ্ছি। আমরা সকলে ঐক্যবদ্ধ থাকতে চাই।’
বৃহস্পতিবার বাদ আসর মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে কেক কাটা, দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘জাতির জনকের জন্ম না হলে এ জাতির কী হত জানি না। তার জন্ম হয়েছে বলেই আমরা স্বাধীন দেশে রাজনীতি করতে পারছি। ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ বিপুল জয় পেয়ে প্রমাণ করেছিল বাংলাদেশে শেখ মুজিব অবিসংবাদিত নেতা এবং তার দল আওয়ামী লীগ বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি দল। সেই নির্বাচনের পর যখন পাকিস্তানিরা বাঙালিদের হাতে নেতৃত্ব দিতে চাইছিলনা তখন শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করতে ভাষণ দিয়েছিল এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেদিন যদি বাঙালি জাতি ঐক্যবদ্ধ হতে না পারত তাহলে আর স্বাধীনতার যুদ্ধ হত না বাংলাদেশও আর স্বাধীন হতে পারত না।’
এই সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শেখ হায়দার আলী পুতুল, নূরুল ইসলাম চৌধুরি ও যুগ্ম সাধারণ সম্পাদক এস এম আহসান হাবিব প্রমুখ।