আজ শুক্রবার, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভরসা থেকেই নেতৃত্ব পেয়েছেন গাজী ও বাবু

সংবাদচর্চা রিপোর্ট
রূপগঞ্জ ও আড়াইহাজারে আওয়ামীলীগের নেতৃত্বে সরকারের মন্ত্রী ও এমপি আসায় দলের কর্মকান্ড আরও বেগবান হবেন বলে মনে করেন নেতাকর্মীরা। তাদের মতে, রনাঙ্গনের বীর যোদ্ধা এবং বর্তমান সরকারের বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হয়েছেন নেতাকর্মীদের সমর্থনে। অপরদিকে সাবেক ছাত্রলীগ নেতা ও সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুকে আড়াইহাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি করেছেন নেতাকর্মীরাই। তারা দুইজনে দলের মধ্যে পরীক্ষিত নেতা ও দলীয় সভানেত্রি শেখ হাসিনার আস্থাভাজন।

জেলা আওয়ামীলীগের একাধিক নেতা জানান, একাদশ সংসদ নির্বাচনের আগে অনেক যাচাই বাছাই করে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। এবার যারা মনোনয়ন পেয়েছেন এবং পরবর্তীতে সরকারের মন্ত্রী সভায় সুযোগ পেয়েছেন তারা পরীক্ষিত নেতা হিসেবে পরিচিত। দলীয় সভানেত্রি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন বলেই নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী ( বীর প্রতীক) কে মন্ত্রী সভায় সুযোগ দেয়া হয়েছে। তাঁর মন্ত্রী হওয়ার মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সুনাম অর্জন হয়েছে। নানা কারনে এর আগে আওয়ামীলীগ ক্ষমতায় এলেও এ জেলায় মন্ত্রীত্ব দেয়া হয়নি। প্রবীণ রাজনীতিকদের মতে, জেলায় আলোচিত-সমালোচিত কেউ কেউ মন্ত্রী হওয়ার চেষ্টা করলেও দলের হাই কমান্ড তা মানেনি। শীর্ষ নেতৃত্ব বুঝতে পেরেছিলেন বিতর্কিতদের মন্ত্রী করা হলে সুনাম নষ্ট হবে। তাই গাজী এমপির মতো একজন ক্লিন ইমেজের রাজনীতিককে মন্ত্রী করা হয়েছে। এ ক্ষেত্রে ব্যবসায়ী হিসেবে তাঁর সুনামের বিষয়টি বিবেচনায় নেয়া হয়েছে বলে জানা গেছে।

অপরদিকে নারায়ণগঞ্জ ২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু ছাত্র নেতা হিসেবে বেশ সুনাম অর্জন করেছিলেন। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সফল সাধারণ সম্পাদক ছিলেন। চার দলীয় জোট সরকারের আমলে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়ে তিনি নজর কাড়েন।

এই দুইজনই তিনবারের এমপি। এই সাংসদদের উপর দলের ভরসা আছে বলেই বার বার মনোনয়ন পান। এবার দলের নেতৃত্বের ভারও তাদের হাতে দেয়া হয়েছে কেন্দ্রীয় নেতাদের উপদেশেই। নেতারা বুঝতে পেরেছেন, তারা দলকে নেতৃত্ব দিলে দল লাভবান হবেন। দলের সাংগঠনিক কর্মকান্ড আরও বেগবান হবে। এই ভরসা থেকেই তাদেরকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।