আজ শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রাজিল দলে চমক

কলম্বিয়া ও পেরুর বিপক্ষে দুই প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল। দলে ফিরেছেন পিএসজির তারকা স্ট্রাইকার নেইমার। এর আগে চোটের কারণে কোপা আমেরিকা টুর্নামেন্টে খেলতে পারেননি নেইমার।

শুক্রবারের সংবাদ সম্মেলন করে দল ঘোষণা করেন কোচ তিতে।

এদিকে ব্রাজিল দলে নিয়েছে সম্ভাবনাময় তরুণ রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রকে। ১৯ বছর বয়সী এই ফুটবলার এখনও ব্রাজিলের হলুদ জার্সি গায়ে জড়াননি।

দলে আছেন কোপায় দলকে নেতৃত্ব দেওয়া দানি আলভেজ। ৩৬ বছর বয়েসী আলভেজকে আগামী বিশ্বকাপের বিবেচনাতেও রেখেছেন তিতে। ডিফেন্সে তার সঙ্গে থিয়াগো সিলভা, ফ্যাগনাররা আছেন আগের মতই।

আগামী মাসের ৭ ও ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে কলম্বিয়া ও পেরুর বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ব্রাজিল স্কোয়াড

গোলরক্ষক: এডেরসন (ম্যানচেস্টার সিটি), ইভান (পন্টে প্রেতা), ওয়েভারটন (পালমেইরাস)।

ডিফেন্ডার: দানি আলভেজ (সাও পাওলো), ফ্যাগনার (করিন্থিয়ান্স), হোর্হে (সান্তোস), অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস), এডের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), মার্কুইনহোস (পিএসজি), থিয়াগো সিলভা (পিএসজি), সামির (উদিনেসে)।

মিডফিল্ডার: আর্থার (বার্সেলোনা), কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফ্যাবিনহো (লিভারপুল), অ্যালান (নাপোলি), লুকাস পাকুয়েতা (এসি মিলান), ফিলিপ কৌতিনহো (বার্সেলোনা)।

ফরোয়ার্ড: নেইমার (পিএসজি), রিচার্লিসন (এভারটন), ডেভিড নেরেজ (আয়াক্স), ব্রুনো হেনরিক (ফ্লামেঙ্গো), রবার্তো ফিরমিনো (লিভারপুল) ও ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।