আজ বৃহস্পতিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ স্থগিত

বিশ্ব ক্রীড়াঙ্গনেও করোনাভাইরাসের প্রভাব পড়ায় স্থবির হয়ে পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গন। এর ধারাবাহিকতায় এবার স্থগিত হয়ে গেল ব্রাজিল ও আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ।

স্থগিত হয়ে গেছে এ মাসের শেষ দিকে আর্জেন্টিনা-ব্রাজিলসহ লাতিন আমেরিকার সবগুলো দেশের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। ২০২২ বিশ্বকাপ বাছাইয়ে আগামী ৩১ মার্চ বলিভিয়ার মাঠে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার কথা ছিল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। একই দিনে পেরুর মাঠে ম্যাচ দিয়ে বাছাইয়ের যাত্রা শুরু করতো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

আগামী ২৩ থেকে ৩১ মার্চ পর্যন্ত আন্তর্জাতিক সূচিতে লাতিন আমেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ে আরও কয়েকটি ম্যাচ মাঠে গড়ানোর কথা ছিল। তবে বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এ পর্বের সবকটি ম্যাচ স্থগিতের ঘোষণা দেয় ফিফা।
এর আগে গত বুধবার করোনাভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে এই সময়ের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ স্থগিতের অনুরোধ করেছিল লাতিন আমেরিকার ফুটবল সংস্থা ‘কনমেবল’। তাদের সঙ্গে আলোচনা করে পরদিনই এই ঘোষণা দিল ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।

ম্যাচগুলোর পরিবর্তিত সূচি পরে জানানো হবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।