বেড়া মনজুর কাদের মহিলা ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
বাকী বিল্লাহ্ঃ(বেড়া-সাঁথিয়া)পাবনা প্রতিনিধিঃ প্রাচীর ঘেরা মনোরম পরিবেশে পালিত হল পাবনা জেলার বেড়া উপজেলার মনজুর কাদের মহিলা ডিগ্রী কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান ২০১৮।
আজ ১৭/০২/২০১৮ইং সকাল ১০ঘটিকার সময় শুরু হয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান।বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যে সকল খেলা অনুষ্ঠিত হয়েছে,২০০মিটার দৌড়,ব্যাডমিল্টন,এবং মোমবাতি দৌড় প্রতিযোগতা।২০০মিটার দৌড় প্রতিযোগিতায় ১ম হয়েছেন ইলা আক্তার বিজ্ঞান বিভাগ প্রথম বর্ষ।ব্যাডমিল্টন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার লাভ করেন নিলুফা ইয়াসমিন বি,এ প্রথম বর্ষ।
মোমবাতি খেলায় ১ম বিজয়ী সাবিনা ইয়াসমিন মানবিক শাখা প্রথম বর্ষ। বিশেষ অতিথি ছিলেন, কলেজের গভর্নিং বডির সদস্য বৃন্দ। সভাপতিত্ব করেন,জনাব মোঃ মোস্তাফিজুর রহমান অধ্যক্ষ মনজুর কাদের মহিলা ডিগ্রি কলেজ। উপস্থাপনায় ছিলেন,মোঃ রওশন আলী প্রভাষক মনজুর কাদের মহিলা ডিগ্রী কলেজ। পরিচালনা করেন অত্র কলেজের ক্রীড়া পরিচালনা কমিটি।