আজ বৃহস্পতিবার, ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বেড়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

বেড়া সংবাদদাতা:

পাবনার বেড়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২০ মে) সন্ধ্যায় বেড়া প্রেসক্লাব কার্যালয়ে সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক আ, ফ, ম আব্দুস সামাদ এর সভাপত্বিতে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। উক্ত সাধারণ সভায় উপস্থিত সাংবাদিকগণ আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে বেড়া – প্রেসক্লাব এর প্রবীণ সাংবাদিক ও বেড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক সরকার আরিফুর রহমান কে ( ভারপ্রাপ্ত সম্পাদক দৈনিক এ যুগের দীপ) সভাপতি এবং বসন্ত দাস (ভোরের দর্পন) কে সাধারন সম্পাদক মনোনীত করে ১৬ সদস্য বিশিষ্ট ২ বছর মেয়াদি একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
পরে সদ্যপ্রয়াত সাংবাদিক, কলামিস্ট, সহিত্যিক আবদুল গাফফার চৌধুরী ও বেড়ার প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিকদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। বেড়া প্রেসক্লাবের কমিটি গঠন অনুষ্ঠানে গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।