আজ শুক্রবার, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বেড়ায় ভোট , দায়িত্বে যে পুলিশ ও ম্যাজিস্ট্রেট

সংবাদচর্চার রিপোর্ট: পাবনার বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনের সকল ধরণের প্রস্তুতি শেষ করেছে জেলা ও উপজেলা প্রশাসন। উপ-নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সমাপ্ত করার লক্ষ্যে নির্বাচনে দায়িত্ব পালন করবেন পাবনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাসুদ আলম , অতিরিক্ত পুলিশ সুপার (বেড়া সার্কেল) শেখ জিল্লুর রহমান, আমিনপুর থানায় দায়িত্ব পালন করবেন সিনিয়র সহকারী পুলিশ সুপার ( সুজানগর সার্কেল) মো: ফরহাদ হোসেন। ৬ জন ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতের দায়িত্ব পালন করবেন। তারা হলেন পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ব্যবসা বাণিজ্য শাখা, নেজারত শাখা) মোঃ সাজ্জাত হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষা ও কল্যাণ শাখা, লাইব্রেরী শাখা) মোঃ মিজানুর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ( রেকর্ডরুম, জেএম শাখা, তথ্য ও অভিযোগ শাখা ) খোন্দকার মাহমুদুল হাসান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা, প্রবাসী কল্যাণ শাখা, পর্যটন সেল, মুজিব বর্ষ সমন্বয় সেল) মোঃ বায়েজীদ-বিন-আখন্দ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ( গোপনীয় শাখা,জেনারেল সার্টিফিকেট শাখা, ফ্রন্ট-ডেস্ক ও হেল্প-ডেস্ক) মোঃ সাইফুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (আইসিটি শাখা, ট্রেজারী শাখা ) মোঃ নাজমুস সাদাত রত্ন। ৯ ডিসেম্বর বেড়া উপজেলা প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছেন। তিন প্লাটুন বিজিবি কাজ করবে। সাদা পোশাকেও থাকবে পুলিশ। এক প্লাটুন ব্যাটেলিয়ান আনসার বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবে।

পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ বলেন, ঈশ্বরদী এবং বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে ১৬ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে। নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সমাপ্ত করার লক্ষ্যে কাজ করছে প্রশাসন।

বেড়া  উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আনাম সিদ্দিকী বলেন, বেড়া উপজেলা পরিষদের  উপ-নির্বাচনে মোট ভোট কেন্দ্র ৬৮ টি। ভোটার রয়েছে দুই লাখ তিন হাজারের মতো। প্রত্যেক ভোট কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পৌছে দেওয়া হয়েছে। ব্যালট পেপার বৃহস্পতিবার সকাল ৮ টার মধ্যে কেন্দ্রে পৌছে যাবে।

বেড়া থানার ওসি আবুল কাশেম বলেন,নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে পুলিশ সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে। আমাদের সব ধরণের প্রস্তুতি শেষ হয়েছে।

প্রসঙ্গত বেড়া উপজেলা পরিষদের উপ-নির্বাচনের ভোট গ্রহণ ১০ ডিসেম্বর, সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত চলবে। এবারের নির্বাচনে তিনজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছে। তার মধ্যে মুল লড়াই হবে আওয়ামী লীগ সমর্থিত প্রাথী রেজাউল হক বাবুর সাথে বিএনপি সমর্থিত প্রার্থী রইচ উদ্দিনের ।

সর্বশেষ সংবাদ