আজ মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্রাজিল ফেবারিট তবে বেলজিয়ামের স্বপ্নের ম্যাচ

বেলজিয়ামের স্বপ্নের ম্যাচ

বেলজিয়ামের স্বপ্নের ম্যাচ

সংবাদচর্চা রিপোর্ট:

রাশিয়া বিশ্বকাপ ৩২টি দল নিয়ে শুরু হয়েছিল । ইতিমধ্যেই বিদায় নিয়ে ফেলেছে মোট ২৪টি দল। এখন বাকি রয়েছে মাত্র আটটি দল। আগামী ৬ জুলাই  সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে ব্রাজিল বনাম বেলজিয়াম। এ ম্যাচকে ঘিরে শুরু হয়েছে ফুটবল প্রেমীদের মধ্যে  নানা জল্পনা কল্পনা।কেউ ব্রাজিলকে এগিয়ে রাখছে কেউ আবার বেলজিয়ামকে।

তবে বেলজিয়ামের কোচ বলছে, এই দুই দলই ম্যাচে গোল করতে পারে এবং জয় তুলে নিতে পারে। ব্রাজিলের বিপক্ষে শুধু পায়ে বল ধরে রাখলেই চলবে না। বল নিয়ে আসল কাজটাও করতে হবে। আর বিশ্বকাপে সেটাই আসল। আমরা জানি এই ম্যাচে আমাদের কি করার সামর্থ্য আছে। তবে ব্রাজিল এ ম্যাচে ফেবারিট থাকবে। তারা আমাদের অন্য ভূমিকায় ঠেলে দিয়েছে। কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি আমাদের খেলোয়াড়দের জন্য স্বপ্নের এক ম্যাচ।’

এবারে আসরে সেরা দল বলতে গেলে বেলজিয়াম এবং উরুগুয়ে। গ্রুপ পর্বে নিজেদের খেলা তিন ম্যাচেই জয় পায় দল দুটি। এছাড়া শেষ ষোলোর ম্যাচেও জয় তুলে নিয়েছে নির্ধারিত ৯০ মিনিটের মধ্যেই। এমনকি টপ ফেবারিট হিসেবে টিকে থাকা ব্রাজিল-ফ্রান্সকেও গ্রুপ পর্বে একটি করে ম্যাচ সমতায় শেষ করতে হয়েছে।

জাপানের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে বেলজিয়াম শুরুতে দুই গোল খেয়ে বসে। এরপর দ্বিতীয়ার্ধের শেষের দিকে ৩ গোল দিয়ে জয় ছিনিয়ে নেয়। তবে জাপানের কাছে দুই গোল খাওয়ার জন্য অনেকে বেলজিয়ামের রক্ষণ নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন।

ব্রাজিলের বিপক্ষে খেলার ব্যাপারে বেলজিয়াম কোচ মার্টিনেজ আরো বলেন, ‘এমন ম্যাচে জিততে গেলে আপনাকে ১১ জন নিয়ে রক্ষণ সামলাতে হবে। আবার ১১ জনকেই আক্রমণে ভূমিকা রাখতে হবে। আমরা তাদের বিপক্ষে খেলার কৌশলের কথা বলছি না। তবে আমাদের পায়ে বল থাকলে কি করতে হবে তা ভালোমতো বুঝতে পারছি।’ দুই দলের কৌশলে কাঁটা ছেড়ার বেশি সুযোগ নেই ।