আজ বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চরচনপাড়ায় মন্ত্রী গাজীর ঈদ উপহার বিতরণ

সংবাদচর্চা রিপোর্ট: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রূপগঞ্জ উপজেলার চরচনপাড়ায় ২ শ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ও গাজী গ্রু‌পের উপ-ব্যবস্থাপনা পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পার নিজস্ব অর্থায়‌নে বুধবার ( ২৯ জুলাই – ১০১ তম দিন) করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে চাল,ডাল, তেল,লবণ, চিনি, সেমাই।

এসময় কা‌য়েতপাড়া ইউ‌নিয়ন প‌রিষ‌দের প্যা‌নেল চেয়ারম্যান ও চনপাড়া শেখ রা‌সেলনগর ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের সাধারন সম্পাদক মোঃ বজলুর রহমান বজলু, উপ‌জেলা যুবলী‌গের সহ-সম্পাদক শ‌ফিকুল ইসলাম জা‌হিদ, উপ‌জেলা যুবলী‌গের কার্যকরী সদস্য এস এম ইব্রা‌হিম, ডেমরা বিশ্ব‌বিদ্যালয় ক‌লে‌জের প্রভাষক শামীম আলম, চনপাড়া শেখ রা‌সেলনগর ইউ‌নিয়ন ছাত্রলী‌গের সাধারন সম্পাদক স্বর্ণালী আক্তারসহ স্থানীয় গন্যমান্য ব্য‌ক্তিরা উপ‌স্থিত ছি‌লেন।