আজ রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

‘বেইমান থেকে সাবধান’

সংবাদচর্চা রিপোর্ট

এমপি শামীম ওসমান বলেছেন, ‘যারা ইমানদারির সাথে বেইমানি করেছে তাদের থেকে সাবধান থাকতে হবে। বিএনপি আমাদের প্রতিদ্বন্দ্বী, তারা প্যানেল দিবে এটাই স্বাভাবিক। কিন্তু নিজেদের ভেতরে যারা বিভেদ সৃষ্টি করতে চাইছে, তারা চেষ্টা করবে বিভেদ তৈরি করার। এটা যেন কোন অবস্থাতেই না হয়। আপনারা এই জায়গাটায় খেয়াল রাখবেন।’ সোমবার বিকেলে সদর উপজেলা পরিষদে জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিতরা তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে গেলে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, ‘এই প্রথম বারের নির্বাচনে আওয়ামী লীগের প্যানেল অর্থাৎ জাতির পিতার কন্যা শেখ হাসিনার প্যানেলকে হারানোর জন্য একটা পাল্টা প্যানেল দেয়ার চেষ্টা হয়েছে। ওই শক্তিটা এখন চেষ্টা করবে যে শক্তিটা বিপুল ভোটে জয়লাভ করেছে এবং অতীতে আমাদের অনেক কষ্ট হয়েছে জিততে। এবার আমরা আমার আশার তুলনায় অনেক ভালো ফলাফল করেছি।’
সংসদ সদস্য বলেন, ‘যারা আগের প্যানেলে ছিল মোহসীন, মাহবুবসহ তারা ভালো কাজ করেছে বলেই আমরা রেজাল্ট পেয়েছি। আমাদের খোকন সাহা, মাসুদ ভাই, শামসুল ইসলাম ভূঁইয়াসহ সকলে যারা এই টিমটা সাজিয়েছে তারা অক্লান্ত পরিশ্রম করেছে। যারা নবনির্বাচিত তাদের প্রতি অনুরোধ কোন সিদ্ধান্ত যেন এমন না হয় যে এটা আমাদের কমিটি আমরাই সিদ্ধান্ত নেব। যারা নির্বাচন পরিচালনা করেছেন এবং ভবিষ্যতে পরিচালনা করবেন এই সকল নেতৃবৃন্দের সাথো আলোচনা করেই সকল প্রোগ্রাম নেয়া দরকার।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল, সাধারণ সম্পাদক রবিউল আমীন রবিসহ নবনির্বাচিতরা।