সোনারগাঁয়ে মেঘনা গ্রুপে বয়লার বিস্ফোরণ,নিহত ১
সোনারগাঁও প্রতিনিধিঃ নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার মেঘনা শিল্পাঞ্চলে মেঘনা গ্রুপের সুগার ইউনিটে বয়লার/গ্যাস বোতল বিস্ফারণে এক শ্রমিক নিহতের ঘটনা ঘটেছে।
জানা যায়,মেঘনা শিল্পাঞ্চল ঝাউচর এলাকায় সুগার ইউনিটে (১৯ ফেব্রুয়ারি) সোমবার দুপুর ২ ঘটিকার সময় বয়লার বিস্ফোরণ ঘটে। এসময় কর্মরত ৩ জন শ্রমিক গুরুতর আহত হয়। আশংকা জনক অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন শ্রমিক জানান, আমার সাথে কাজ করে বগুড়া গাবতলি থানার কোরাইল পিতা: অজ্ঞাত লিমন (২৮) নামের এক শ্রমিক মারা গেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের পরিচয় পাওয়া যায়নি।
এব্যাপারে মেঘনা গ্রুপের জেনারেল ম্যানেজার কার্তিক চন্দ্র দাস এর মুঠোফোনে জানতে চাইলে সাংবাদিক পরিচয় পাওয়ার সাথে সাথে লাইনটি কেটে দেয়।