নিজস্ব প্রতিবেদক:
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেছে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল আলম সিকদার।
ছাত্র রাজনীতির অগ্রগতির লক্ষে বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের বলাইখা এলাকায় তিনি এ মতবিনিময় সভা করেন।
সাগর আহমেদের সঞ্চালনায় মতবিনিময় সভায় এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় হাসান, আরিফুল ইসলাম, রায়হান, রাকিব, শোভন, সারোয়ার হোসেন, শাহনুর হোসাইন, নাঈম, জাফর আহমেদ, জনি আহম্মেদ, তারিকুল ইসলাম, রাকিব ভূইয়া, আরফান রহমান রাহাত, শাকিল দেওয়ান, আবিদ হাসান ভুইয়া, মৌমিক আহমেদ, হাসান উদ্দোলা, মেহেদী হাসান, কাজী রাকিবুল হাসান, জিহাদ হাসান প্রমুখ।
সভায় রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম সিকদার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক বড় স্বপ্ন, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ছাত্রলীগ গঠন করেছিলেন। ছাত্রলীগের সঠিক ইতিহাস জাতির কাছে তুলে ধরতে হবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বসহ সব গণতান্ত্রিক অর্জনে ছাত্রলীগের ভূমিকা অনস্বীকার্য। বঙ্গবন্ধুর লেখা দুটি বই ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’সহ গোয়েন্দা রিপোর্টের সব বই পড়তে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরামর্শ দেন।