আজ শনিবার, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিশ্বকাপ থেকে দুই তারকার বিদায়

বিশ্বকাপ থেকে দুই তারকার বিদায়

বিশ্বকাপ থেকে দুই তারকার বিদায়

সংবাদচর্চা রিপোর্ট:

লড়াইটা ছিল ইউরোপ আর লাতিন আমেরিকার, ক্রিস্টিয়ানো রোনলদোর পর্তুগাল আর লুইস সুয়ারেজের উরুগুয়ের মধ্যে। চরম উত্তেজনায় ঠাসা এই লড়াইয়ে শেষ পর্যন্ত জিতেছে লাতিন আমেরিকার দেশটি। ২-১ গোলে জয় পেয়ে শেষ আটে জায়গা করে নেয় প্রথম বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।

আসরে দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে ওঠে উরুগুয়ে। এর আগে শেষ ষোলোর প্রথম ম্যাচে ফ্রান্স ৪-৩ গোলে আর্জেন্টিনাকে বিধ্বস্ত শেষ আটে জায়গা করে নেয়। ক্রিস্টিয়ানো রোনলদো ও মেসি রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে গতকাল।

সোচিতে অনুষ্ঠিত এই ম্যাচে অবশ্য শুরু থেকেই দুর্বার ছিল উরুগুয়ে। তাই সাফল্য পেতে খুব বেশি সময় লাগেনি তাদের। ম্যাচের সপ্তম মিনিটে এগিয়ে যায় তারা (১-০)। লুইস সুয়ারেজের চমৎকার ক্রসে এডিনসন কাভানি দুর্দান্ত হেডে লক্ষ্যভেদ করেন।

ম্যাচের ২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করতে পারতো উরুগুয়ে, যদি না সুয়ারেজের ফ্রি-কিক পর্তুগাল গোলরক্ষক রুখে না দিতো।

শুরুতে পর্তুগালও একটি সুযোগ পেয়েছিল, ৬ মিনিটে বক্সের বাইরে থেকে রোনালদোর আচমকা শট, গোলরক্ষক ধরে ফেলে বল।

অবশ্য দ্বিতীয়ার্ধের শুরুতে সমতায় ফিরে পর্তুগাল। ৫৫ মিনিটে কার্নার থেকে পাওয়া বলে পেপে চমৎকার হেডে গোল করেন (১-১)।

দুর্বার উরুগুয়ে অল্প কিছুক্ষণের মধ্যে আবার এগিয়ে যায় (২-১)। এবারো কাভানি। ৬২ মিনিটে সতীর্থের বাড়ানো বল ধরে চমৎকার বাঁকানো শটে বল জালে জড়ান। পর্তুগাল গোলরক্ষকের তাকিয়ে থাকা ছাড়া করনীয় কিছু ছিল না।