আজ শনিবার, ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিশনন্দীতে মেম্বার প্রার্থী রহিম মোল্লার প্রচারণা শুরু

নিজস্ব প্রতিবেদক:

নারায়নগঞ্জের আড়াইহাজার উপজেলার আসন্ন ২৬ শে ডিসেম্বর ৭নং বিশনন্দী ইউনিয়নের নির্বাচনে ৪নং ওয়ার্ডের সদস্য পদে মোরগ প্রতিক নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন মোঃ আঃ রহিম মোল্লা। তিনি ওই ইউনিয়নের বিশনন্দী গ্রামের মৃত হাজী আহাম্মদ আলীর ছেলে। মোঃ আঃ রহিম মোল্লা বর্তমানে উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব সফলতার সাথে পালন করে আসছেন। এছাড়াও তিনি ঐতিহ্যবাহী বিশনন্দী বাজার কমিটির সাধারন সম্পাদকের দায়িত্বে আছেন। আওয়ামী পরিবারে সন্তান হিসেবে বিশিষ্ঠ সমাজ সেবক মোঃ আঃ রহিম মোল্লা দীর্ঘদিন যাবত জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বুকে ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে স্থানীয় সাংসদ আলহাজ¦ নজরুল ইসলাম বাবুর অনুপ্রেরণায় বিভিন্ন উন্নয়ণ মুলক কাজ করে যাচ্ছেন। এলাকার স্কুল,মাদ্রাসা, মসজিদ সহ সমাজের বিভিন্ন উন্নয়ন মুলক কাজে আঃ রহিম মোল্লার রয়েছে বিশেষ অবদান।
৭ ডিসেম্বর মোরগ প্রতীক পাওয়ার পর নিজ ওযার্ডে গিয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং মুরুব্বিদের সাথে নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে বিশনন্দী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সকল ভোটারদের মন জয় করে নিয়েছেন। তিনি জানান, আমি যদি মেম্বার নির্বাচিত হই তাহলে আমার রাজনৈতিক নেতা সাংসদ আলহাজ¦ নজরুল ইসলাম বাবুর সহযোগীতায় মেঘনা নদী তীরবর্তী বিশনন্দী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উন্নয়নের লক্ষে কাজ করে যাব। বাল্য বিবাহ বন্ধ , মাদক মুক্ত সমাজ এবং দুর্নীতি মুক্ত দেশ গড়ার লক্ষে কাজ করব। সর্বশেষ তিনি জানান, আমি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক হয়ে দেশ ও দশের সেবা করে যেতে চাই।