নিজস্ব প্রতিবেদক:
আড়াইহাজার থানার বিশনন্দিতে পৃথক ০৩ টি অভিযান পরিচালনা করেছে র্যাব-১১। অভিযানে সাড়ে বারো কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী এবং একই এলাকায় আরো ১২ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী ও ৬ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোঃ ছালেমুছা ইসলাম (২৬), মোছাঃ সুবর্না বেগম (৩০), মোঃ রুবেল মিয়া (২৯), মোঃ আবির হোসেন (১৯) , মোছাঃ শান্তা খাতুন (২৫)। গত ২১ মার্চ তাদেরকে গ্রেপ্তার করা হয়। ২২ মার্চ র্যাব-১১ এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
র্যাব জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।