আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিপ্লবের দ্বিতীয় শিকার শ্রেয়াস আয়ার

শ্রেয়াস আয়ারকে সাঝঘরের পথ ধরােলেন বিপ্লব। ১১তম ওভারে লং-অফে নাঈমের হাতে ধরা পড়েছেন আয়ার। ১৩ বলে ২২ রান করেছেন এই ব্যাটসম্যান।

এর আগে নিজের প্রথম ওভারে বোলিংয়ে এসেই উইকেটের দেখা পান লেগ-স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। ইনিংসের সপ্তম ওভারের তৃতীয় বলে শর্ট কাভারে রিয়াদের হাতে ক্যাচ হন রাহুল। তিনি করেছেন ১৭ বলে ১৫ রান।

ইনিংসের প্রথম ওভারেই আঘাত হানেন পেসার শফিউল ইসলাম। ওভারের শেষ বলে ভারতীয় ওপেনার রোহিত শর্মাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন তিনি। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি রোহিত। ফেরার আগে ৫ বলে ৯ রান করেছেন ভারতীয় অধিনায়ক।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করছে ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ১৩ ওভারে ৩ উইকেটে ৮৪ রান।

এই ম্যাচের মাধ্যমে আমিনুল ইসলাম বিপ্লবের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলো। অন্যদিকে, ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলো অলরাউন্ডার শিভম দুবের।

সর্বশেষ সংবাদ