আজ রবিবার, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ

বিপুল সংখ্যক বিয়ারসহ আটক-১

নিজস্ব প্রতিবেদক:

আড়াইহাজারে ১২৯ পিস বিদেশী বিয়ার উদ্ধার করেছে পুলিশ। এ সময় জাহাঙ্গীর আলম (৩৫) নামে এক যুবককে আটক করা হয়। তিনি স্থানীয় বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা এলাকার বেনু মিয়ার ছেলে। এ ঘটনায় এএসআই মোমেন ভূঁইয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে থানায় একটি মামলা করেন।

সোমবার তাকে নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত রোববার রাতে চৈতনকান্দা দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মামলায় ধৃত ব্যক্তিসহ আরো দুইজনকে আসামি করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এর হলেন একই এলাকার হেলালউদ্দিনের ছেলে কবির হোসেন ও বিশনন্দী পশ্চিমপাড়া এলাকার বজলুর রহমানের ছেলে আল-আমিন। আড়াইহাজার থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা ওসি তদন্ত আনিচুর রহমান মোল্লা মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

স্পন্সরেড আর্টিকেলঃ