আজ শুক্রবার, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩ জন চেয়ারম্যান

সংবাদচর্চা রিপোর্ট:

দ্বিতীয় ধাপ ইউপি নির্বাচনে রূপগঞ্জে তিনজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন। তারা হলেন মুড়াপাড়ায় তোফায়েল আহমেদ আলমাছ, গোলাকান্দাইলে কামরুল হাসান তুহিন, ভুলতায় আরিফুল হক ভুঁইয়া। রবিবার ( ১৭ অক্টোবর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে রূপগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের একটি সুত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

সুত্রটি জানিয়েছে তাদের কোনো প্রতিদ্বন্দ্বি নেই। যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছে তারা সবাই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। তারা তৃণমূল আওয়ামী লীগের একক প্রার্থী ।

তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়ায় রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের দক্ষ নেতৃত্বের বহিঃপ্রকাশ পেয়েছে। রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ঐক্যের প্রশংসা হচ্ছে। আওয়ামী লীগ প্রার্থীরা দলীয় মনোনয়ন পাওয়ার পর রূপগঞ্জে আওয়ামী রাজনীতির ভবিষ্যত কান্ডারি গাজী গোলাম মর্তুজা পাপ্পাকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন।

উল্লেখ আগামী ১১ নভেম্বর ঐ সকল ইউনিয়ন পরিষদে মেম্বার পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ২১ অক্টোবর প্রার্থী বাছাই, ২৬ অক্টোবর প্রার্থীতা প্রত্যাহার ও ২৭ অক্টোবর প্রতীক বরাদ্দ করা হবে। এছাড়া কায়েতপাড়া এবং মুড়াপাড়ায় ইভিএম পদ্ধতিতে ভোট হবে।